About Us

eProbash হলো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একটি নির্ভরযোগ্য ভার্চুয়াল সহযোগি ব্লগ ওয়েবসাইট। এই ওয়েবসাইটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রবাসীদেরকে বিভিন্ন ভাবে সাহায্য- সহযোগিতা করা।

২০ মে ২০২৪ সাল, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা সকল প্রবাসী ভাই-বোনদের কল্যাণে বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করে যাচ্ছি। দূর প্রবাসের রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ছোট্ট এই প্রজেক্টটি হাতে নিতে পেরে আমরা গর্ববোধ করি।

eProbash কোনো দলের না। জাতি, ধর্মবর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রবাসীদের মানবিক অধিকার নিশ্চিত করতে এবং তাদেরকে ভার্চুয়ালভাবে সহযোগিতা করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আমরা সবসময় নিজেদেরকে সার্থক মনে করি, যখন কোনো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আমাদের বলে – “আপনাদের ব্লগগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস তৈরি করে”, তখন আমাদের হৃদয় গর্বে ভয়ে উঠে।

আমরা এই প্রজেক্টটির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমাদের এই প্রজেক্টটিকে সাকসেস করতে যারা যেভাবেই সাহায্য -সহযোগিতা করছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর।

আমরা সবসময়ই চাই আমাদের ওয়েবসাইটের প্রতিটি কন্টেন্টকে নির্ভুল ও সাবলীল ভাষায় আমাদের পাঠকদের কাছে তুলে ধরতে। দিন শেষে আমরাও মানুষ, আমাদেরও ভুল হয়। তাই এই দায়িত্ব নিতে পারি না যে, আমাদের কন্টেন্ট শতভাগ নির্ভুল ও বিশুদ্ধ। তবে নির্ভুলকরণে আমাদের প্রচেষ্টা অবিরাম চলমান থাকে।

আপনার যে কোনো পরামর্শ, জিজ্ঞাসা ও সহযোগিতার জন্য আমাদের Contact Us পেজে যোগাযোগ করুন। ধন্যবাদ।

eProbash.com -এর  সকল ভিজিটর ভাই-বোনদের প্রতি স্নেহ, শ্রদ্ধা ও ভালোবাসা চিনদিন অটুট থাকবে ❤️

কৃতজ্ঞতায়:
eProbash | ই-প্রবাস