বিভিন্ন প্রয়োজনে ইন্ডিয়াতে যাওয়া অনেকের জন্য নিত্যদিনের কাজ। ইন্ডিয়াতে যেতেও অন্যান্য দেশের মতই পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হয়। ইন্ডিয়ার ভিসা প্রাপ্ত অনেকেই বলেন পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বলার জন্য।
ইন্টারনেটের এই যুগে সকলেই প্রযুক্তিগত কৌশলে নিরাপদে থাকতে চায়। ভিসাও তারমধ্যে একটি। ভিসা জালিয়াতি থেকে মুক্তি পেতে আপনার প্রাপ্ত ভিসাটি আসল নাকি নকল তা অনলাইনের মাধ্যমে যাচাই করতে পারবেন।
সকলেই জানেন, ভিসা জালিয়াতির মাধ্যমে শত শত প্রবাসী এবং ভ্রমণপ্রিয় মানুষেরা বিভিন্ন ভাবে হয়রানি হয়েছে এবং হচ্ছে। ইন্ডিয়ার ভিসাতেও তেমনি জালিয়াতি লক্ষ্য করা যায়। তাই আপনি যদি ইন্ডিয়ান ভিসা পেয়ে থাকেন, তবে আপনার ভিসাটি অনলাইনে যাচাই করে নেওয়া খুবই জরুরি। ‘ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভিএসি) এর ওয়েবসাইট থেকে আপনার ভিসাটি চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য প্রথমেই আপনাকে ivacbd এর ওয়েবসাইটের প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটির লিংক ivacbd.com
আপনার ভিসাটি চেক করার জন্য সরাসরি ভিসার Web file Number টি প্রয়োজন হবে। এক্ষত্রে আপনার পাসপোর্ট নাম্বারের প্রয়োজন নেই।
ভিসার Web file Number এর সাহায্যে কিভাবে ইন্ডিয়ার ভিসা চেক করতে হয় তা নিচে ছবিসহ ধাপে ধাপে বর্ণনা করা হলো। –
০১. ভিজিট করুন ivacbd.com ওয়েবসাইট
ivacbd.com এই লিংকটিতে প্রবেশ করার পর আইভিএসির ওয়েববসাইটটি দেখতে পাবেন। আইভিএসি বছরে বাংলাদেশী পাসপোর্টধারীদের প্রায় ৫ লাখ ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করে। যাইহোক,
ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর বামপাশের মেনু থেকে ভিসা আবেদন ট্র্যাক (Track Your Application) অপশনে ক্লিক করুন।
০২. আবেদন ট্র্যাক করুন
দ্বিতীয় ধাপে আপনার আবেদন ট্র্যাক করতে বলা হবে। এজন্য আপনি এই বাটনে ক্লিক করুন – “আপনার আবেদন ট্র্যাকিং জন্য এখানে ক্লিক করুন” (Please Click Here For Tracking Your Application)।
তারপর আপনাকে রিডাইরেক্ট করে নতুন অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।
০৩. ভিসা টাইপ সিলেক্ট করুন
তৃতীয় ধাপে আপনাকে passtrack.net নামের নতুন আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখানে আপনার ভিসা টাইপ সিলেক্ট করতে হবে।
* Please select the application type এর নিচে দুটি অপশন রয়েছে –
- Regular Visa Application
- Port Endorsement, R.A.P./P.A.P.
আপনি এখান থেকে Regular Visa Application অপশনে ক্লিক করবেন।
০৪. অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং (ভিসা নাম্বার দিন)
চতুর্থ ধাপে আপনাকে আপনার ভিসার ফাইল ওয়েব নাম্বার এবং একটি ক্যাপচা কোড দিয়ে খালিঘর পূরণ করতে হবে।
এই পেজে দুটি অপশন দেখতে পাবেন –
- Please type above code এবং
- Web file Number
Please type above code এটি মূলত একটি ক্যাপচা কোড, যা উপরে বড় বড় অক্ষরে লেখা থাকবে। সেখানে যা লিখা আপনাকে হুবহু তা লিখতে হবে।
Web file Number মূলত আপনার ভিসার শনাক্তকরণ নম্বর। যেটার মাধ্যমে ভিসার সকল তথ্য খুঁজে বের করা যায়। এই নম্বরটি আপনার ভিসা ফরমের QR Code এর নিচে অথবা ভিসার ফরমের বামপাশে দেখতে পাবেন।
Web file Number দেখতে এমন হয় – BGDD32990243, আপনার ভিসা ফরমে খুঁজলেই তা পেয়ে যাবেন। সঠিক তথ্য দিয়ে খালিঘরগুলো পূরণ করার পর Submit বাটনে ক্লিক করুন।
০৫. ভিসা স্ট্যাটাস দেখতে পাবেন
উপরের ধাপগুলো সঠিক ভাবে পূরণ করতে পারলে আপনার ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাসটি পঞ্চম ধাপে এসে দেখতে পাবেন। আপনার ভিসাটি যদি এপ্রুভ হয়ে থাকে তবে Status এর স্থানে Done লেখা দেখাবে।
আর যদি ভিসাটি এপ্রুভ না হয়ে থাকে, তবে অন্য কোনো লেখা দেখতে পারেন। যাইহোক, এভাবেই মূলত ইন্ডিয়ান ভিসা চেক করতে হয়।
ভিসা জালিয়াতি থেকে রক্ষা পেতে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আমরা একটি দীর্ঘ লিস্ট তৈরি করেছি, যা আপনাদের প্রয়োজন হতে পারে। –
প্রিয় পাঠক, পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম কি আশাকরি তা আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছেন।
তবুও যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন। আমরা যথাসাধ্য আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।